জানেন, বেয়াদব জন্মায় না। মানুষ মানুষকে বেয়াদব বানায় ।
অতি প্রশ্রয়ে বেয়াদব হয় আর কেউ পরিস্থিতিতে বেয়াদব।
ভাবছেন, তাহলে পার্থক্য কি রইলো ? আছে ।
প্রশ্রয়ে বেয়াদব স্থান কাল পাত্র ভুলে যায়, কখন বা কার সাথে বেয়াদপি করলে তার লাভ লোকসান এই হিসাব রাখতে জানে না।
আর পরিস্থিতে তৈরি হওয়া বেয়াদব শুধু তাদের সাথেই বেয়াদব যারা তার অশান্তির কারণ , যাদের অসভ্যতায় বিরক্ত হয়ে সে বেয়াদব হয়ে গেছে।
Ratri's Diary
� ঘাড়ত্যাড়া,অবাধ্য,বেয়াদব �
মনে রাখবেন কোরবানি করা "ওয়াজিব"।
মানুষের পাওনা পরিশোধ করা "ফরজ"।
"বেশি শিক্ষিত, ইগো ওয়ালা, বেশী ফ্যাশনেবল, টাকার গরম দেখানো, উচ্চবিত্ত মানুষদের থেকে নিজেকে দূরে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করি!"
রাসূল (ﷺ) বলেন,
“যে ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে খোঁটা দেয়, আল্লাহ তাকে সেই গুনাহ না করানো পর্যন্ত মৃত্যু দেবেন না❗️
{তিরমিযী, হাদীস নং: ২৫০৫)
চুপ থাকা এমন একটি ইবাদত
ফেরেশতা কিছু লিখতে পারেন না,
শয়তান কিছু বুঝে উঠতে পারে না। ❤️
হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে যায়, আল্লাহ ছাড়া কেউ বুঝতে পারে না।🖤
চুপ থাকুন দেখবেন,
একদিন হঠাৎ করেই সব দোয়া কবুল হয়ে গেছে
ইনশাআল্লাহ হৃদয়ে ও প্রশান্তি পাবেন।❤️
'সু-দিন' আসবে একদিন, এসে দেখবে আমি নাই...🙂
একদিন সব হবে, সব পাবো,সব ঠিক হয়ে যাবে..এই কথাটা যেই বয়সে আমরা ভাবতে থাকি, ঠিক এই বয়সে আমাদের ফুরফুরে মন আর সুন্দর একটা জীবন নিয়ে বেঁচে থাকার কথা,
অথচ বিষাদগ্রস্ত আর কিছু মন খারাপি নিয়ে আমাদের রোজ বাঁচতে হয়,রোজ🙂

🙂

স্কুল জীবনটা কতই না সুন্দর ছিল।
কোনো টেনশন ছিল না। শুধুই শান্তি ছিল জীবনে।
সকালে ঘুম থেকে উঠে স্কুলে যেতে কষ্ট হলেও স্কুলে যাবার পর যখন বান্ধবীদের সাথে আড্ডা দিতাম শেষ বেঞ্চে বসে তখন মনটা ভালো হয়ে যেত। টিফিন পিরিয়ডে খাওয়া বাদ দিয়ে ইচিং বিচিং খেলতাম আরোও কত খেলা। কি আনন্দ ছিল তখন জীবনে। ক্লাস ফাঁকি দিয়ে নামাজ ঘরে সেই একটা ঘুম দিতাম। সেই শান্তির ঘুম এখন আর আসে না। সেই আনন্দ এখন আর খুঁজে পাই না। সেই বান্ধবী গুলো এখন যে যে যার যার মতো দূরে সরে গেছে। কেউ কেউ খুব ভালো বেইমান ও বটে।
আবার স্কুল শেষে স্যারের বাসায় কোচিং করতে যেতাম। তখন খুব একটা ক্লান্ত লাগতো না। মনের একটা জোর ছিল। সারাদিন ক্লাস করে বাসায় ফিরেই কোচিং করার জন্য খুব সুন্দর করে সাজতাম। একটু স্নো পাওডার,কাজল আর একটু ভেসলিন। কি যে একটা গ্লো ছিল ফেইসে ভাই!! আর এখন অনেক দামি প্রোডাক্ট দিয়ে সেজেও আগের গ্লো টা পাই না।
পাবো কি করে!! এখন তো রাতে ঠিকঠাক ঘুম হয় না।মাথার ভিতর টা টেনশনে ভরা। আনন্দ নাই। জীবন,সংসার,ক্যারিয়ার আর বাস্তবতায় দিন কাটে।
আহ শৈশব। 🙂

🤭🤭

You don't need to take care of everything. You don't have to be a super mom, a super housewife, a super professional, or a super woman.
Because when your body gets tired, few will remember that you tried to be all of this in one person.
So, leave the housework for later. Go for a walk, visit the park, start going to the gym, buy clothes, go to the salon, sleep, be yourself, take care of yourself, love yourself, and do it exclusively for you.
Kids grow up, husbands sometimes leave, jobs find replacements, and the house will get dirty again, but you don't get a second chance.🫶🏼 (copied)
এই যে হুট করে আমার মাথার তাড় ছিঁড়ে যায় এই জিনিসটা আমার নিজেরই পছন্দ না।🥴
শুভাকাঙ্ক্ষী আর শুভাখা**কীর মধ্যে পার্থক্য বুঝতে বুঝতে কয়েক বছর লেগে গেলো।🐸

🫣😆

চরম সত্যি কথা-
(আপনি অসুস্থ) এই কথাটা আপনার কাছের কিংবা পরিচিত মানুষদের জানালেন। তাদের মাঝে কিছু মানুষ আপনার জন্য মন খারাপ করবে।দোয়া করবে বা আপনার সুস্থতাতার জন্য কিছু করার চেষ্টা করবে।আর এরাই আপনার শুভাকাঙ্খী।
আর বাকি জনেরা আপনার এই অসুস্থতাটাকে নাটক মনে করবে। বা গায়ে লাগাবে না। এবং সমালোচনা করবে। যতক্ষণ আপনি তাদের কাজে আসবেন ততক্ষণ তারা আপনাকে নিয়ে ভাব্বে।
অতএব- এদের কি ভাবা উচিত?? 🤔🫡
Don’t take it personal.😄😁

😁

জীবনটা খুব অদ্ভুত ভাবে বদলে গেছে।❤️

🤎

মেয়েদের ইফতার টেবিলে সব কিছু থাকে।শুধু একটা সময় এসে ইফতার টেবিলে বাবা-মা ভাই-বোন থাকেনা।🙂
যাইহোক রোজা কেমন কাটছে সবার?

May Allah grant all your prayer's & bless you with peace, happiness and success in this holy month of Ramadan.❤️
Ramadan Kareem❤️
اَللّهُمَّ بَلِّغْنَا رَمَضَان
"Allahumma ballighna Ramadan"
O Allah! Let us reach the month of Ramadan

আজ দোয়া কবুলের রাত।❤️

🫶🥰🫶