Fans of Begum Khaleda Zia

Begum Khaleda Zia, uncompromising political leader in Bangladeshi politics. She fought against autocrat military ruler H.M Ershad, and ousted.

She is the first female Prime minister in Bangladesh's history, who was never defeated in people's vote.

24°38'01.4"N 90°51'56.5"E 09/04/2024

BKash personal number +8801756230062

24°38'01.4"N 90°51'56.5"E Find local businesses, view maps and get driving directions in Google Maps.

01/04/2024

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই।।

11/07/2023

Nas8?g7/9r@&FRw

20/06/2023

ভারতের সংখ্যালঘু মুসলিমদের জন্য চাকুরীর কোটা মাত্র ৩%। তাও তা মানা হয়না।
জন সংখ্যার ১৮ ভাগ মুসলিম। শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়া শ্রেণী। মুসলিমদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে নানা জটিলতার শিকার হতে হয়। ভালো প্রতিষ্ঠানে পড়ার সুযোগ নেই বললেই চলে।
তারপরেও, তারা লড়ছে। আজ থেকে ২০ বছর আগের অবস্থায় মুসলিমরা নেই। শত প্রতিকুলতার পরেও শিক্ষায় এগিয়েছে অনেক দূর।
অথচ ... সরকারী সংখালঘুদের নুন্যতম সুবিধা তারা পায়না।

হুগলী জেলার অস্ত্র কারখানার এক কর্মকর্তার সাথে ম্যাসেঞ্জারে কথা হয়েছে গতকাল।
তিনি আমার একজন ফলোয়ার। কাল ইনবক্সে জানালেন ভারত- পাকিস্তান ম্যাচ নিয়ে আমার স্ট্যাটাস উনার ঘোর আপত্তি। কেন পাকিস্তান কে সাপোর্ট কর? আমরা নির্লজ্জ জাতি অকৃতজ্ঞ জাতি... শেষে বলেই ফেললেন জঙ্গি তোমরা!!
আমি শান্ত থেকে বললাম... দাদা? ইনবক্সে লিখায় আমার প্রচণ্ড আলস্য। বিরক্তিকর। আমি কি ম্যাসেঞ্জারে কথা বলতে পারি?
তিনি হা সূচক সম্মতি দিলেন। কল করলাম।
কুশলাধী জিজ্ঞাসা করেই বললাম... আপনার শেষ উক্তিটি আমাকে আহত করেছে। অন্য গুলী করেছে অবাক ও হতবাক!!
তিনি বললেন... কেন জঙ্গি নেই বাংলাদেশে?
আমি বললাম... তার উত্তর দেয়ার আগে বলেন? আপনার দেশে সরকারে কারা? উগ্র হিন্দুত্ববাদী বিজিপি? তারা কি জংলী?
আপনি গুগল চার্চ দিয়ে দেখুন... পৃথিবিতে সব চেয়ে বেশী ধর্মীয় উগ্রবাদী সংগঠনের সংখ্যা ইহুদিদের। দ্বিতীয় হলেন আপনারা অর্থাৎ হিন্দুদের মধ্যে। তৃতীয় খৃষ্টানরা।
তাদের ব্যপারে আপনারা চুপ। আপনাদের নিজ দেশে একটি উগ্র সাম্প্রদায়িক হিন্দু দল নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে কি করে? লজ্জা লাগেনা আপনার ? নিজেরা উগ্র সাম্প্রদায়িকতা মনে লালন করে? অন্যদের দোষারোপ করেন?
পাকিস্থানকে আমরা সাপোর্ট করিনি... আমরা ভারতের বিরোধিতা করেছি মাত্র। এটা বুঝার ক্ষমতা আপনাদের জতদিনে মাথায় না আসবে? ততদিন ধরে আপনাদের জন্য করুণা বহাল রইল আমাদের।
ধর্ম যখন এনেছেন তর্কে? তখন বলি... ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী মওলানা আবুল কালাম আজাদের করা শিক্ষানীতিতে আপনারা এখনো শিক্ষিত হচ্ছেন!
পাকিস্তানের মুসলিমদের হত্যার জন্য একজন মুসলিম বিজ্ঞানী আপনাদের পারমানবিক বোমা বানিয়ে দিয়েছে।
একটি তাজমহলের আয় দিয়ে ভারতের ১০ রাজ্যর বাজেট হয়।
কেন? অন্য সব বাদ দিলাম... শুধু তাজ মহলের আয় , ভারতের মুসলিমদের জন্য ব্যয় করতে বলুন আপনাদের সরকার কে? ভারতের সকল মুসলিম কোতিপতি হয়ে যাবে রাতারাতি।
পরিশেষে বললাম-- আমরা পাকিস্তান সাপোর্ট করার অন্তত একটা পয়েন্ট আছে... আমরা উভয়েই মুসলিম। কিন্তু? আপনারা কেন ইডেনে বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলায়? পাকিস্তান কে উলংগভাবে সাপোর্ট করলেন?
সুন্দরবনের বাঘের ভয়ে? নাকি পাইক্যাদের মাইরের ভয়ে ? :P
----------- এরপর নেট ডিসকানেক্ট ! :D

18/02/2023

সময় এসেছে জন্মলগ্ন থেকে যারা ছাত্রদল,যুবদল,বিএনপি'র ছিলো? বিভিন্ন সময়ে নানা কারনে দলের বাহিরে চলে গেছে? তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।জোট ভারীর চেয়ে প্রাক্তনদের দিয়ে দল ভারী করুন।ছাত্রদলের অতীত বীর সেনানীদের অভিজ্ঞতা এই মুহুর্তে দলে অত্যাবশ্যক। সন্তান কে ত্যাজ্য করা যায়না। সন্তানকে অস্বীকার করারও উপায় নেই। সকল মান অভিমান ভেদাভেদ ভূলে, অতীতের সফল কান্ডারীদের ফিরিয়ে আনার উদ্যোগ নিন। ১৯৮৩-৯০ সাল সময়কালে, প্রচুর মেধাবী, ত্যাগী ছাত্র নেতৃত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেশের জেলা কলেজ গুলীতে জন্ম হয়েছিলো। সেই সময়কালের হাজার হাজার মেধাবী ছাত্রদল কর্মীরা স্কলারশীপ নিয়ে বিদেশ চলে যায়। তাদের খোজ কেউ করেনি। তারা আজ স্ব স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠ। তাদের মুল্যায়নের চিন্তা করুন। আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধিতে মেধাবী ও খাটি দল প্রেমীর বিকল্প নেই। এটাকে গুরুত্বে নিয়ে ও শক্ত আওয়ামী প্রচার মাধ্যম এবং প্রপাগন্ডাকে স্বার্থক ও সফল ভাবে মোকাবেলা করতে ঐ সকল রাজপথের নি:শ্বার্থ মেধাবীদের দলের সেবার দ্বায়িত্ব দিন। ৮০ দশককে ঢাবি 'র ক্যাম্পাসে একটি সাধারন মিছিলে কমপক্ষে ৭০০-১০০০ হাজার ছাত্রের সম্মিলন হতো।এরাতো সবাই নেতা ছিলনা? কর্মী সমর্থক ছিল। তাদের কয়জন আজ দলের সেবা দেয়ার সুযোগ পেয়েছে?
তাদের কথা গুরুত্ব দিয়ে ভাবুন।
৮০ দশকে সারা দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ সংসদ গুলীতে ৯০% ভাগ নির্বাচনে ছাত্রদল নির্বাচিত হয়েছিল। প্রতিটি ভিপি- জিএস কে যদি ছাত্রনেতা ধরি? তাহলে লক্ষ পেরিয়ে যাবে। আর পুরো সংসদ ধরলে তো ব্যপক একটা নেতৃত্ব দল পাওয়া যাবে।
তাদেরকে কেন পরবর্তিতে নেতৃত্বে দেখা যায়নি?
বুকে হাত দিয়ে কেউ কি অস্বীকার করতে পারবে? ৯০ এর আগের বিএনপি যে পরিমান ঐক্যবদ্ধ ছিলো? ৯১ এ ক্ষমতায় যাবার পরে? সেই ঐক্য কি ছিলো? নাকি বেড়েছে? নাকি দিন দিন কমেছে?
একতাই বল।ঐক্যই পারে অসাধ্য সাধন করতে। যা ৯০ তে স্বৈরাচার বিরোধী সফল আন্দোলনেই প্রমান।
আজ আমাদের অনৈক্য, গ্রুপিং অনেক উপকার করে যাচ্ছে অবৈধ হাসিনাকে।
হাসিনা এর আরো বেশী সুযোগ চাইছে।
দেশনেত্রীর কারাগারা যাবার পরে ... অবশ্যই আমরা এই মুহুর্তে গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে বেশী ঐক্যবদ্ধ।
আমাদের মা প্রিয় দেশনেত্রীকে নিয়ে?পুরো জিয়া পরিবারকে এদেশের রাজনীতি থেকে বিদায় করার জন্য মহা পরিকল্পনায় এগুচ্ছে আওয়ামী অপশক্তি ও তাদের দেশী বিদেশী প্রভূরা।তা দিনের আলোর ন্যায় স্বচ্ছ। তাই, প্রিয় নেত্রী, প্রিয় আগামীর কান্ডারী ও শহীদ জিয়াকে দেশের অস্তৃত্ব থেকে চিরোকালের জন্য বিদায় করার কুচক্রীদের কালো থাবার হাত ভেংগে দেয়ার জন্য ও এই চক্রান্তকে মোকাবেলা করার জন্য, আমাদের নিজদের সর্বচ্চ উদারতা ও ছাড়ের মানসিকতা দেখিয়ে, অতীতের ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে, সকলকে ফিরিয়ে আনুন দলে। দলে তো উনাদের অবদান ছিল?
সবচেয়ে বড় দেশ। এর পরেই দল,,, তা যদি হয়? দলের স্বার্থে কেন সর্বচ্চো ছাড় নয়? কেন উদারতার শতভাগ উজাড় করে দেয়া নয়?
দেশের অস্তৃত্বের সাথে,জনগনের স্বার্থের সাথে মিশে আছে বিএনপি, জিয়া ডাইনেস্টি ও বাংলাদেশী জাতীয়তাবাদ। এর থেকে উত্তরণ ও হাসিনার পতন তরান্বিত করতে ৯০ এর মতো ইস্পাত কঠিন ঐক্য, ভাতৃত্ববোধের বিএনপি চাই। এরশাদের পতনের ন্যায় হাসিনার পতন চাই।
বাংলাদেশ জিন্দাবাদ--- শহীদ জিয়া অমর হোক।
"আমার নেত্রী আমার মা, কারাগারে থাকতে দিবোনা"

15/02/2023

যে আইনজীবীরা বিএনপি'র পদ-পদবী ও আইনজীবী সমিতির নেতা হয়েছেন দলের সাইনবোর্ড এ। যশ খ্যাতি অর্থ কামিয়েছেন কামাচ্ছেন? দলকে পুঁজি করে? তারা কোন বিবেকে? কারাবন্ধী অতি সাধারন পরিবারের অসহায় দলীয় কর্মী-সমর্থক-এমনকি বেকার ছাত্রনেতাদের থেকে মামলার খরচ নিচ্ছেন?
টাকা কামানোর মহা উৎসব চলছে আপনাদের কারো কারো!
অথচ আপনাদের অতি পবিত্র দায়িত্ব হোল তাদের বিনে খরচায় আইনি সেবা দেয়া। প্রয়োজনে নিজের পকেট থেকে অর্থ দিয়ে, এইসব পীড়িতদের পাশে থাকা। অনেক আইনজীবী সহায়তা করছেন,আন্তরিকতার অভাবও নাই কারো কারো।কিন্তু তা যথেষ্ট নয়। বন্ধির সংখ্যা ও মামলার তুলনায় উল্লেখ্য করার মত নয়। এটা খুবেই কষ্টের ও দুঃখের।
তাহলে কি লাভ হোল ঢাকা বার থেকে শুরু করে দেশের অধিকাংশ বারে জাতীয়তাবাদী শক্তির প্যানেল জিতে?
যদি আপনাদেরকে দলের চরম দুঃসময়ে নিপীড়িত , নিরীহ, গরীব সাধারন কর্মি- সমর্থকদের মামলায় লড়তে, অর্থ দিতে হয়????!

অথচ এই কর্মীদের প্রান, পঙ্গুত্ব , আর কারাবাসের অবর্নীয় কষ্টের সিঁড়ি বেয়ে একদিন বিজয় আসবেই... আর, দল ক্ষমতায় গেলে আপনারাই তো বিচারক সহ, পিপি, এপিপি, এটর্নি জেনারেল , সহকারী এটর্নি জেনারেল হবেন? সম্মান , অর্থ , খ্যাতি লুটিয়ে পড়বে পায়ে। কিন্তু কেউ মনে রাখবেনা বা বিস্মৃতি হয়ে ভূলে যাবে...... কাদের আত্মত্যাগে আজ আপনাদের এই পাওয়া???

08/02/2023

বিএনপি'র উচিত ... বিএনপি সহ তার সকল অঙ্গসংগঠন সমূহের,
সকল কমিটিতে।
শতভাগ দলকানা ও উগ্র জাতীয়তাবাদীদের স্থান নিশ্চিত করা।
এটা স্বার্থকভাবে করতে পারলে? দ্রুত দল সুফল পাবে।
আওয়ামীলীগ এই ভুলটা করেনা।

Want your public figure to be the top-listed Public Figure in Sufalat Ibra'?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

#Bangladesh #Dhaka #Kakrail
#Golam #Rabbani
#Dhaka #Bangladesh #Kakrail

Location

Category

Telephone

Website

Address

Sufalat Ibra'