RAJU VLOG

RAJU VLOG

Share

The page can be geared twoards students. educators and professional in the technology industry.

09/07/2024

২০১৪ তে বিশ্বকাপ ফাইনাল 🇦🇷
২০১৫ তে কোপা আমেরিকা ফাইনাল 🇦🇷
২০১৬ তে কোপা আমেরিকা ফাইনাল 🇦🇷
২০১৯ তে কোপা সেমিফাইনাল 🇦🇷
২০২১ এ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন 🇦🇷
২০২২ কোপা আমেরিকা বনাম ইউরোপ চ্যাম্পিয়ন 🇦🇷🏆 ফিনালিসিমা🏆🇦🇷
২০২২ বিশ্বকাপ ফাইনাল (চ্যাম্পিয়ন ট্রফি) 🇦🇷

কারও বাপ / দাদার আমলের হিস্টরি না
ডিজিটাল ফুটবলের লাস্ট ৮ বছরের হিস্ট্রি। 🙌🏻❤️

যারা লেভেলের কথা মারাও পারলে লাস্ট
১০ বছরে তোমাদের কোন লেভেলের ঐক্যজোট টিম আছে দেখাও দেখি যারা অন্তত ৫ টা মেজর ট্রফি'র ফাইনালে উঠেছে ফুটবল বিশ্বে! 🙂😍

👑

09/07/2024

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌
১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
২. মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।
৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।
৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।
৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।
৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।
৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।
৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।
১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!
*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া।
সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি *
সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে!
~সংগৃহীত~
পোস্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন🙏💕 ধন্যবাদ

02/07/2024
20/06/2024

৬ বছর পর বাংলাদেশে এসেছিলাম নিজের পরিবারের সাথে ঈদ করার জন্য।
এবং ঈদের পর যে নারীর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাকে বিয়ে করে আমার সংসারে নিয়ে আসার জন্য..

এই মেয়ের সাথে আমার প্রেম নেই আগে কখনো কথা হয়নি আমার পরিবারের মানুষজন যখন তাকে থেকে পছন্দ করেছে তারপর থেকে তার সাথে টুকটাক কথা আমার..

৮ মাস কথা হয়েছে আমাদের এই আট মাসে সে আমার কাছ থেকে অনেক চাহিদা পূরণ করে নিয়েছে।

কপালে টিপ হাতের ফোন পায়ের পায়েল থেকে শুরু করে অসংখ্য ড্রেস আমার টাকায় কিনেছে সে চাওয়া মাত্রই আমি তাকে টাকা পাঠিয়েছি।

৮ মাস ধরে অপেক্ষা করছি কবে দেশে যাব কবে তাকে পাবো কবে আমাদের বিয়ে হবে, বাংলাদেশে আসার পর আমার পরিবারের মানুষজনকে বললাম বিয়ের টাইম টা ঠিক করার জন্য। ঈদের চার দিন পর আমাদের বিয়ে মোটামুটি সবাই জানে এই কথা।

দেশে আসার একদিন পর আমার কাঙ্খিত নারীর সাথে আমার দেখা হয়, সৃষ্টিকর্তা তাকে অনেক সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছে এই বিষয়ে কোন সন্দেহ নেই।

টানা তিন দিন তার সাথে আমার দেখা হয় তৃতীয় দিন যখন দেখা হয় তখন সে আমাকে যে কথা বলেছে সেই কথার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সে আমাকে জানিয়েছে আমাকে তার পক্ষে বিয়ে করা সম্ভব না, কারণ সে একজনকে ভালোবাসে,তার সাথে সে গোপনে বিয়ে করে ফেলেছে এখন সে আমাকে বিয়ে করতে পারবে না পরিবারের চাপে আমার সাথে কথা বলেছে। আমি যেন দেশ থেকে আবার চলে যাই....

পরিবারের চাপে যদি আমার সাথে সে কথা বলবে তাহলে আমার থেকে এতসব টাকা পয়সা নেওয়ার কি দরকার ছিল???

দেশে আসার পর আমার পরিবারের লোকজনের মাঝে লক্ষ্য করলাম সবার অনেক চাওয়া-পাওয়া আমার উপরে সবাই আমাকে একটা টাকার মেশিন মনে করে। এবং চাহিদা অনুযায়ী আমার কাছ থেকে টাকা নিতে চায়, অনেক কষ্ট করে একটা বাড়ি করেছি সেই বাড়িতে আমি আমার দুই ভাইকে দুইটা প্লেট দিয়েছি এখানে তাদের কোন টাকা পয়সা নেই, আমাকে রেখে আমার ছোট ভাই বিয়ে করেছে তার বিয়ের সমস্ত খরচ আমি দিয়েছি সে কিছু করে না বাসায় বসে বসে সময় কাটায় পরিবারের সমস্ত খরচ আমাকে দিতে হয়, সবাই সবার মতো টাকা খরচ করে কিন্তু একটাবার কেউ জানতে চায় না এই টাকা রোজগার করতে একজন প্রবাসী মানুষের কতটা কষ্ট সহ্য করতে হয় কতটা সময় দিতে হয়....

সবাই আমার টাকায় আরাম আয়েশ করে চলে তারপরেও ভাই এবং ভাবিদের অভিযোগের শেষ নেই

সবচেয়ে কষ্টের বিষয় আমার মা-বাবা আমাকে বুঝেনা তাদের অসংখ্য অভিযোগ আমার উপর, তাদের ডাক্তার খরচ থেকে শুরু করে সব ধরনের খরচ আমি বহন করি তারপরেও তারা আমার উপর সন্তুষ্ট না।

সবাই চায় জমিদারের মত জীবন যাপন করতে চলতে কিন্তু এই জমিদারি করতে যে পরিমাণ অর্থ খরচ হয় সেই অর্থের উৎস কি কিভাবে আসে তা কেউ চিন্তা করতে চায়না...

আমি আমার মার একাউন্টে সেভ করার জন্য কিছু টাকা প্রতি মাসে আলাদা পাঠাতাম দেশে এসে জানতে পারলাম আমার মায়ের একাউন্টে কোন টাকা নেই এই টাকা মা একটা জমি কিনেছে সেই জমি আমার দুই ভাইয়ের নামে রেজিস্ট্রি করে দিয়েছে...

অবস্থায় এরকম আমার হাতে যদি টাকা না থাকে আমাকে একদিন চালাবে এরকম কেউ নিয়ে আমার পরিবারে,
সবকিছু মিলিয়ে তাদের আচার-আচরণে আমি চরম হতাশ
তাই ঈদ না করেই আবার চলে যাচ্ছি বাসায় কাউকে কিছু বলিনি ব্যাগ লাগেজ সবকিছু বাসায় আছে আমি শুধু পাসপোর্ট নিয়ে বের হয়েছি টিকিটের ডেট পরিবর্তন করেছি।

একটু পরে আমার ফ্লাইট কতটা কষ্ট নিয়ে চলে যাচ্ছে এ কথা হয়তো কাউকে বলা হবে না,
তারপরেও ভালো থাক সবাই শুভকামনা আমার সাথে অন্যায় আচরণ করা প্রতিটি মানুষের জন্য....

এত বছর বিদেশে থেকে বুঝতে পেরেছি আপন থেকে পর ভালো......

-- নাম প্রকাশে অনিচ্ছুক

15/06/2024

বাংলাদেশ যদি সেমিফাইনাল - ফাইনাল খেলতে চায় তাহলে সুপার এইটে অবশ্যই মিনিমাম দুইটা ম্যাচ জিততে হবে।

1/ আফগানিস্তান: তাদের সাথে টি-টোয়েন্টিতে বরাবরই ফাইট হয়। যদিও তারা বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে, যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখে, এই ম্যাচটা অবশ্যই জিততে হবে বাংলাদেশকে।

2/অস্ট্রেলিয়া: সেমিফাইনাল ফাইনাল খেলতে হলে, এই ম্যাচটাও জিততেই হবে। যদিও সহজ হবে না, ওই যে বললাম সেমিফাইনাল ফাইনাল খেলতে হলে জিততেই হবে। খুব কঠিন হবে।

3/ ইন্ডিয়া: এদের সাথে আপনি ব্যাটে-বলে যতই ভালো খেলেন না কেন, দিনশেষে কোথাও না কোথাও গিয়ে বাংলাদেশ হেঁড়ে যাবে। হোক আম্পায়ারের মাধ্যমে কিংবা বিতর্কিত সিদ্ধান্তে, মানে বাংলাদেশ হারবে যেভাবেই হোক, এটা শিওর থাকেন।

সো , সেমিফাইনাল ফাইনাল খেলতে হলে অবশ্যই আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার সাথে জিততেই হবে বাংলাদেশকে, ইন্ডিয়া ম্যাচের কথা মাথায় রেখে লাভ নেই, এটা জেতা সম্ভব নয়।

এখন পর্যন্ত এই টুর্নামেন্টে খারাপ প্রদর্শন করেনি বাংলাদেশ, বিশেষ করে বোলিং সাইটে। ব্যাটিংয়ে আমেরিকার পিচে স্ট্রাগল করেছিল, আমার মনে হয় উইন্ডিজ এর পিচে সমস্যা হবে না। সেমিফাইনাল পর্যন্ত আশা রাখতেই পারি।

India × 3=6 point
Bangladesh × 2= 4 point
Australia, Afghanistan= 💔

27/05/2024

দিনের বেলায় গালি খাওয়ার ভয়ে নাকি বিসিবি মধ্যরাতে জার্সির উন্মোচন করছে!! এবারের জার্সি কি সত্যিই গালি খাওয়ার মত??

27/05/2024

মাঝেমধ্যে নিজেকে সময় দিন। একা একা কোথাও ঘুরতে গেলেন, কোথাও বসে এক চাপ চা খেলেন, কিংবা সমুদ্র দেখলেন। মানুষকে সময় দিতে দিতে মাঝেমধ্যে আমরা ভুলে যাই- আমরা নিজেরাও একটা মানুষ।

17/05/2024

পুরুষ মানুষ 😭💚

13/05/2024

- আপনার পরিবার জানে না যে আপনি আপনার দৈনন্দিন জীবনে বা আপনার চাকরি/ব্যবসায় কতটা অসুবিধা এবং চাপের মধ্য দিয়ে যান।

- এবং আপনার বস/কাজ জানে না আপনার জীবন এবং আপনার বাড়ির পরিস্থিতি কেমন।

- আপনার বন্ধু, প্রিয়জন এবং প্রিয়জনরা আপনার উপরে থাকা নতুন এবং পুরানো দায়িত্বগুলির আকার বুঝতে পারবে না।

- আপনার সঙ্গী সর্বদা আপনার কাছ থেকে ভালবাসা ও সমর্থনের জন্য অপেক্ষা করছে এবং আপনি যে চাপের মধ্য দিয়ে যাচ্ছেন তার সাথে যতই কথা বলুন এবং ব্যাখ্যা করুন না কেন তা তিনি কখনই বুঝতে পারবেন না।

সর্বশেষে, আপনি ছাড়া কেউ আপনাকে বুজতে পারে না.. আপনি কিসের মধ্য দিয়ে যাচ্ছেন তা কেউ বুঝবে না এবং প্রশংসাও করবে না।

এই জন্যই জীবন রহস্যময় এবং সুন্দর।

তাই চালিয়ে যান.. সংগ্রাম করেন.. এবং বাঁচেন..

Everyone

13/05/2024

Enjoy😃💞

Want your public figure to be the top-listed Public Figure in Al Hamra?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Tabok
Al Hamra
47914