RAJU VLOG

The page can be geared twoards students. educators and professional in the technology industry.

02/07/2024
20/06/2024

৬ বছর পর বাংলাদেশে এসেছিলাম নিজের পরিবারের সাথে ঈদ করার জন্য।
এবং ঈদের পর যে নারীর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাকে বিয়ে করে আমার সংসারে নিয়ে আসার জন্য..

এই মেয়ের সাথে আমার প্রেম নেই আগে কখনো কথা হয়নি আমার পরিবারের মানুষজন যখন তাকে থেকে পছন্দ করেছে তারপর থেকে তার সাথে টুকটাক কথা আমার..

৮ মাস কথা হয়েছে আমাদের এই আট মাসে সে আমার কাছ থেকে অনেক চাহিদা পূরণ করে নিয়েছে।

কপালে টিপ হাতের ফোন পায়ের পায়েল থেকে শুরু করে অসংখ্য ড্রেস আমার টাকায় কিনেছে সে চাওয়া মাত্রই আমি তাকে টাকা পাঠিয়েছি।

৮ মাস ধরে অপেক্ষা করছি কবে দেশে যাব কবে তাকে পাবো কবে আমাদের বিয়ে হবে, বাংলাদেশে আসার পর আমার পরিবারের মানুষজনকে বললাম বিয়ের টাইম টা ঠিক করার জন্য। ঈদের চার দিন পর আমাদের বিয়ে মোটামুটি সবাই জানে এই কথা।

দেশে আসার একদিন পর আমার কাঙ্খিত নারীর সাথে আমার দেখা হয়, সৃষ্টিকর্তা তাকে অনেক সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছে এই বিষয়ে কোন সন্দেহ নেই।

টানা তিন দিন তার সাথে আমার দেখা হয় তৃতীয় দিন যখন দেখা হয় তখন সে আমাকে যে কথা বলেছে সেই কথার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সে আমাকে জানিয়েছে আমাকে তার পক্ষে বিয়ে করা সম্ভব না, কারণ সে একজনকে ভালোবাসে,তার সাথে সে গোপনে বিয়ে করে ফেলেছে এখন সে আমাকে বিয়ে করতে পারবে না পরিবারের চাপে আমার সাথে কথা বলেছে। আমি যেন দেশ থেকে আবার চলে যাই....

পরিবারের চাপে যদি আমার সাথে সে কথা বলবে তাহলে আমার থেকে এতসব টাকা পয়সা নেওয়ার কি দরকার ছিল???

দেশে আসার পর আমার পরিবারের লোকজনের মাঝে লক্ষ্য করলাম সবার অনেক চাওয়া-পাওয়া আমার উপরে সবাই আমাকে একটা টাকার মেশিন মনে করে। এবং চাহিদা অনুযায়ী আমার কাছ থেকে টাকা নিতে চায়, অনেক কষ্ট করে একটা বাড়ি করেছি সেই বাড়িতে আমি আমার দুই ভাইকে দুইটা প্লেট দিয়েছি এখানে তাদের কোন টাকা পয়সা নেই, আমাকে রেখে আমার ছোট ভাই বিয়ে করেছে তার বিয়ের সমস্ত খরচ আমি দিয়েছি সে কিছু করে না বাসায় বসে বসে সময় কাটায় পরিবারের সমস্ত খরচ আমাকে দিতে হয়, সবাই সবার মতো টাকা খরচ করে কিন্তু একটাবার কেউ জানতে চায় না এই টাকা রোজগার করতে একজন প্রবাসী মানুষের কতটা কষ্ট সহ্য করতে হয় কতটা সময় দিতে হয়....

সবাই আমার টাকায় আরাম আয়েশ করে চলে তারপরেও ভাই এবং ভাবিদের অভিযোগের শেষ নেই

সবচেয়ে কষ্টের বিষয় আমার মা-বাবা আমাকে বুঝেনা তাদের অসংখ্য অভিযোগ আমার উপর, তাদের ডাক্তার খরচ থেকে শুরু করে সব ধরনের খরচ আমি বহন করি তারপরেও তারা আমার উপর সন্তুষ্ট না।

সবাই চায় জমিদারের মত জীবন যাপন করতে চলতে কিন্তু এই জমিদারি করতে যে পরিমাণ অর্থ খরচ হয় সেই অর্থের উৎস কি কিভাবে আসে তা কেউ চিন্তা করতে চায়না...

আমি আমার মার একাউন্টে সেভ করার জন্য কিছু টাকা প্রতি মাসে আলাদা পাঠাতাম দেশে এসে জানতে পারলাম আমার মায়ের একাউন্টে কোন টাকা নেই এই টাকা মা একটা জমি কিনেছে সেই জমি আমার দুই ভাইয়ের নামে রেজিস্ট্রি করে দিয়েছে...

অবস্থায় এরকম আমার হাতে যদি টাকা না থাকে আমাকে একদিন চালাবে এরকম কেউ নিয়ে আমার পরিবারে,
সবকিছু মিলিয়ে তাদের আচার-আচরণে আমি চরম হতাশ
তাই ঈদ না করেই আবার চলে যাচ্ছি বাসায় কাউকে কিছু বলিনি ব্যাগ লাগেজ সবকিছু বাসায় আছে আমি শুধু পাসপোর্ট নিয়ে বের হয়েছি টিকিটের ডেট পরিবর্তন করেছি।

একটু পরে আমার ফ্লাইট কতটা কষ্ট নিয়ে চলে যাচ্ছে এ কথা হয়তো কাউকে বলা হবে না,
তারপরেও ভালো থাক সবাই শুভকামনা আমার সাথে অন্যায় আচরণ করা প্রতিটি মানুষের জন্য....

এত বছর বিদেশে থেকে বুঝতে পেরেছি আপন থেকে পর ভালো......

-- নাম প্রকাশে অনিচ্ছুক

15/06/2024

বাংলাদেশ যদি সেমিফাইনাল - ফাইনাল খেলতে চায় তাহলে সুপার এইটে অবশ্যই মিনিমাম দুইটা ম্যাচ জিততে হবে।

1/ আফগানিস্তান: তাদের সাথে টি-টোয়েন্টিতে বরাবরই ফাইট হয়। যদিও তারা বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে, যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখে, এই ম্যাচটা অবশ্যই জিততে হবে বাংলাদেশকে।

2/অস্ট্রেলিয়া: সেমিফাইনাল ফাইনাল খেলতে হলে, এই ম্যাচটাও জিততেই হবে। যদিও সহজ হবে না, ওই যে বললাম সেমিফাইনাল ফাইনাল খেলতে হলে জিততেই হবে। খুব কঠিন হবে।

3/ ইন্ডিয়া: এদের সাথে আপনি ব্যাটে-বলে যতই ভালো খেলেন না কেন, দিনশেষে কোথাও না কোথাও গিয়ে বাংলাদেশ হেঁড়ে যাবে। হোক আম্পায়ারের মাধ্যমে কিংবা বিতর্কিত সিদ্ধান্তে, মানে বাংলাদেশ হারবে যেভাবেই হোক, এটা শিওর থাকেন।

সো , সেমিফাইনাল ফাইনাল খেলতে হলে অবশ্যই আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার সাথে জিততেই হবে বাংলাদেশকে, ইন্ডিয়া ম্যাচের কথা মাথায় রেখে লাভ নেই, এটা জেতা সম্ভব নয়।

এখন পর্যন্ত এই টুর্নামেন্টে খারাপ প্রদর্শন করেনি বাংলাদেশ, বিশেষ করে বোলিং সাইটে। ব্যাটিংয়ে আমেরিকার পিচে স্ট্রাগল করেছিল, আমার মনে হয় উইন্ডিজ এর পিচে সমস্যা হবে না। সেমিফাইনাল পর্যন্ত আশা রাখতেই পারি।

India × 3=6 point
Bangladesh × 2= 4 point
Australia, Afghanistan= 💔

27/05/2024

দিনের বেলায় গালি খাওয়ার ভয়ে নাকি বিসিবি মধ্যরাতে জার্সির উন্মোচন করছে!! এবারের জার্সি কি সত্যিই গালি খাওয়ার মত??

27/05/2024

মাঝেমধ্যে নিজেকে সময় দিন। একা একা কোথাও ঘুরতে গেলেন, কোথাও বসে এক চাপ চা খেলেন, কিংবা সমুদ্র দেখলেন। মানুষকে সময় দিতে দিতে মাঝেমধ্যে আমরা ভুলে যাই- আমরা নিজেরাও একটা মানুষ।

17/05/2024

পুরুষ মানুষ 😭💚

13/05/2024

- আপনার পরিবার জানে না যে আপনি আপনার দৈনন্দিন জীবনে বা আপনার চাকরি/ব্যবসায় কতটা অসুবিধা এবং চাপের মধ্য দিয়ে যান।

- এবং আপনার বস/কাজ জানে না আপনার জীবন এবং আপনার বাড়ির পরিস্থিতি কেমন।

- আপনার বন্ধু, প্রিয়জন এবং প্রিয়জনরা আপনার উপরে থাকা নতুন এবং পুরানো দায়িত্বগুলির আকার বুঝতে পারবে না।

- আপনার সঙ্গী সর্বদা আপনার কাছ থেকে ভালবাসা ও সমর্থনের জন্য অপেক্ষা করছে এবং আপনি যে চাপের মধ্য দিয়ে যাচ্ছেন তার সাথে যতই কথা বলুন এবং ব্যাখ্যা করুন না কেন তা তিনি কখনই বুঝতে পারবেন না।

সর্বশেষে, আপনি ছাড়া কেউ আপনাকে বুজতে পারে না.. আপনি কিসের মধ্য দিয়ে যাচ্ছেন তা কেউ বুঝবে না এবং প্রশংসাও করবে না।

এই জন্যই জীবন রহস্যময় এবং সুন্দর।

তাই চালিয়ে যান.. সংগ্রাম করেন.. এবং বাঁচেন..

Everyone

13/05/2024

Enjoy😃💞

12/05/2024

পৃথিবীতে ৮৪ লক্ষ্য প্রাণীর মধ্যে মানুষই টাকা ইনকাম করে তারপরে মানুষের কত যে সমস্যা থাকে তা বলে বুঝানো সম্ভব নয়। আয়রে মানুষ।

12/05/2024

প্রবাসীদের নিয়ে কিছু কষ্টের কথা।
প্রবাসীরা দেশের জন্য যত কিছু করুক না কেন মানুষ হয়তো বা সরকারের চোখে কখনোই পারবে না। 😭

30/04/2024

কতটুক বাচবেন!
- ৬০ বছর? বড়জোর ৭০ নাহয় ৭৫ বছর! খুব লাকি হলে ৮০+!
এক বছরে ৩৬৫ দিন হয়! প্রতিদিনে ৮৬৪০০ সেকেন্ড!

খুব বেশি সময় নিয়ে আসেননিতো!
টিক টক করে করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে!
টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে আসবে একদিন!

একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায়! যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায়না!
আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাইলে সময়ের বিলাসিতা আপনাকে মানাতো!
এতো অল্প আয়ুতে মন খারাপ, কষ্ট, পচা ব্যাপারস্যাপার গুলোতে সময় নষ্টের সুযোগ কই!?

ফ্যামিলিকে সময় দিন, ভালো বই পড়ুন, টুক করে বেড়িয়ে আসুন চমৎকার কোন জায়গায়! রাত জেগে আকাশ দেখুন! ভোরের সূর্যোদয় দেখুন!
সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখুন!
নদীর ঢেউ অনুভব করুন!

ভরা পূর্ণিমাতে এবং ভরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুসে ওঠা সাগরকে দেখুন!
প্রতিদিন সময় করে আধাঘন্টা কোন শিশুবাবুর সাথে থাকুন! নিষ্পাপ আনন্দের ঔচ্ছল্য দেখুন!
স্রষ্টাকে স্মরণ করুন!

পৃথিবী কতো সুন্দর সেটা ফীল করুন!
নি:শ্বাস কতোটা সুন্দর সেটা অনুভব করুন!

চমৎকার একটা কথা আছে জানেনতো?
- Don't count the days, make the days count!! ^_^

হ্যাপ্পি লাইফিং.....
একটু ভাবুন আজকে দিনটাই যদি আপনার অথবা আমার শেষ দিন হয় তাহলে আমরা আমাদের পরিবার ও স্রষ্টার প্রতি কতটুকু অনুগ্রহ করতে পেরেছি।

আসুন আমারা নিজ ধর্ম পালনের মাধ্যমে সৃষ্টিকর্তা কে রাজি ও খুশি করি, হয়তোবা আজকে দিনটাতে সফল না হলে পরকালীন জীবন সফল হতে পারে।

Public Figure University of Bangladesh

#সংগৃহীত পোস্ট।

11/04/2024

যতদিন জীবন হেসেই যাও! ❤️
কে জানে কোন দিন কি হয়ে যায় ❤️🥀

28/03/2024
27/03/2024

তাহেহির ভক্ত একজন৷ 💞

18/03/2024
15/01/2024

ফলো করলে ফলো পাবেন
১০০% নিশ্চিত থাকতে পারেন।

08/01/2024
08/01/2024

পাশে থাকলে সবকিছুই সম্ভব।

ভিডিওটা দেখে অনেক ভালো লাগবে।
❤️❤️❤️

08/01/2024
08/01/2024
06/01/2024

কত টাকা হলে আপনি সুখী হতে পারবেন।

ভিডিওটা অবশ্যই দেখবেন

Want your public figure to be the top-listed Public Figure in Al Hamra?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

😁😁😁 কি না সরম টা পাইলো।
পুরুষ মানুষ 💚😭🚹
পুরুষ মানুষ 😭💚
Enjoy
Enjoy😃💞
পৃথিবীতে ৮৪ লক্ষ্য প্রাণীর মধ্যে মানুষই টাকা ইনকাম করে তারপরে মানুষের কত যে সমস্যা থাকে তা বলে বুঝানো সম্ভব নয়। আয়রে মা...
প্রবাসীদের নিয়ে কিছু কষ্টের কথা।প্রবাসীরা দেশের জন্য যত কিছু করুক না কেন মানুষ হয়তো বা সরকারের চোখে কখনোই পারবে না। 😭
#তাহেরী #highlight
তাহেহির ভক্ত একজন৷ 💞#highlight #foryourpage
কিছু প্রবাসীর মনের কথা😔😔
এই গানটা আমার মন ছুয়ে গেলো। #foryoupagе #dubai#Saudiaraba

Location

Category

Telephone

Website

Address

Tabok
Al Hamra
47914

Other Musicians/Bands in Al Hamra (show all)
Abu aqdash Abu aqdash
Riyadh
Al Hamra

intakhab

Nizam Official Nizam Official
Al Hamra, 617

Bloge pase, content creator,

Tanveer hussian Tanveer hussian
Madina
Al Hamra, 67578

music